প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা, এনআরসি ও সীমান্ত হত্যা তুলবে

নিজস্ব পতিবেদক:

তিনি বলেন, ‘দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যুব, ক্রীড়া, সংস্কৃতি, নৌপরিবহন, অর্থনীতি, সমুদ্র গবেষণা, পণ্যের মান নির্ণয়, বাণিজ্য, শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা খাতে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তবে ঠিক কতটি এমওইউ স্বাক্ষর হবে জানতে চাইলে ড. মোমেন বলেন, ‘সংখ্যা এখনো জানা নেই। তবে ১০-১২টা হবেই।’

স্বাধীনতার ৫০ বছর পূর্তি একসঙ্গে পালন করবে বাংলাদেশ ও ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এ বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ সফরে সীমান্তে হত্যা নিয়ে এবং দুই দেশের মধ্যে আরও অবাধ যাতায়াত নিয়ে আলোচনা হবে। বাণিজ্য শুল্কমুক্ত, নৌ ও সমুদ্র পথে যোগাযোগ নিয়ে আলোচনা হবে। রেল, বিমান ও সড়কে যাতায়াত আরও সহজ করতে করণীয় নির্ধারণ হবে। গঙ্গা ও তিস্তার পানি বণ্টন, নৌ পরিবহনের পরিধি ও সংখ্যা আরও বাড়ানো আলোচনায় স্থান পাবে। সমুদ্র সহযোগিতা কীভাবে আরও বাড়বে তাও আলোচনা হবে।’

ভারতের নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে মন্ত্রী বলেন, ‘আসামের এনআরসি তাদের অভ্যন্তরীণ বিষয়, সমস্যা হবে না বলে দেশটির তরফ থেকে বারবার বলা হয়েছে। তাদের সরকারি তরফে যা বলছে আমরা তাতে আস্থা রাখতে চাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ও মিয়ানমার ভারতের বন্ধু। আমরা জাতিসংঘে বলেছি, সন্ত্রাস থাকলে সবার ক্ষতি হবে। উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আমরা শান্তির যে প্রস্তাব দিয়েছি তাতে সবাই একমত।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে তারা এনআরসি (নাগরিকপঞ্জি) ও অমীমাংসিত তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়গুলো তুলবেন।

“তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরের বিষয়ে আমরা আলোচনা করব।”

উভয়পক্ষের সীমান্তরক্ষীদের সহযোগিতায় চোরাচালান বন্ধের মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে ‘কার্যকর পদক্ষেপ’ নিয়েও বৈঠকে আলোচনা হবে। এছাড়া দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে ভারতের ভেতরে বাংলাদেশি পাসপোর্টধারীদের অবাধ চলাচল নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েও আলোচনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস দমন, আঞ্চলিক শান্তি ও স্থিতি, সার্বিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে চুক্তি, বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর এন্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার নিয়েও আলোচনা হবে।

ভারতের মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার নিয়ে চুক্তির ওপর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সই নিয়েও আলোচনা হবে বলে আশা করছেন তারা।

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে যোগাযোগ তৈরিতে বিবিআইএন মটর ভেহিকেল চুক্তি এবং জ্বালানি খাতে সহযোগিতা নিয়েও আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর সফরকালে সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধপিয়াজের উর্ধগতি, ফটিকছড়িতে ৫ দোকানদারকে ৭০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার বিষয়ে ‘নো কম্প্রোমাইজ’