প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কম্বল প্রদান

প্রেস বিজ্ঞপ্তি : দেশের শীতার্ত ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণের লক্ষে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ৭৫ হাজার পিস কম্বল বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ভান্ডারে প্রদানের জন্য হস্তান্তর করা হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান কম্বলের নমুনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করেন।

এসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধরোববার থেকে আগের সময়সূচি অনুযায়ী চলবে আদালত
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে কম্বল দিলো সোশ্যাল ইসলামী ব্যাংক