পপুলার২৪নিউজ প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় করে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা আবেদীন এ আদেশ দেন।
চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে।
ধামরাই থানায় গত ১ অক্টোবর দায়ের হওয়া তথ্য ও প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হক ইরাদ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি নিয়ে তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে ইরাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে অতিরিক্তি পিপি আনোয়ারুল কবির বাবুল ও কোর্ট পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান শুনানি করেন।