প্রথম ধাপের পৌরসভা নির্বাচন সাকসেসফুল : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, প্রথম ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন সাকসেসফুল হয়েছে। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) প্রথম ধাপের পৌরসভা নির্বাচন শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ধামরাই পৌর নির্বাচনে ফল কারচুপির অভিযোগে সড়ক অবরোধ করে সাধারণ জনগণ।

সিনিয়র সচিব বলেন, গণমাধ্যম এবং আমাদের মাঠ প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী ভোট ভালো হয়েছে। ভোটার উপস্থিতি অনেক বেশি। সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। একটা সাকসেসফুল নির্বাচন হয়েছে।

কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে ইসি সচিব বলেন, কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি। কোথাও ৬০ কোথাও ৭০ থেকে ৮০ শতাংশ ভোট পড়েছে।

ধামরাই পৌর নির্বাচনে ফল কারচুপির অভিযোগে সড়ক অবরোধ করে সাধারণ জনগণ।

নির্বাচন চলাকালে সীতাকুণ্ড ও পঞ্চগড়ের সহিংস ঘটনা প্রসঙ্গে সচিব বলেন, পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি যাওয়ার জন্য পুলিশ রাস্তা থেকে লোকজন সরতে বলার কারণে হাতাহাতির ঘটনা ঘটে। ভাঙচুর হয়। এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে আমরা ব্যবস্থা নেব। সীতাকুণ্ডে দুষ্কৃতকারীরা ইভিএম কেড়ে নেয়ার চেষ্টা করে। তারা সফল হতে পারেনি। টানাটানিতে ইভিএমের মনিটরটি পড়ে ভেঙে যায়। পরে সেটি রিপ্লেস করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে কোনো সমস্যা হয়নি। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে।

বড়লেখায় স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ উঠেছে।

এদিকে ধামরাই পৌরসভা নির্বাচনের সময় গণমাধ্যমকর্মীর ওপর হামলা ও মোবাইল কেড়ে নেয়ার ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে সচিব বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি। আপনাদের কাছ থেকে প্রথমে খবরটি শুনলাম। এ বিষয়ে আমরা খবর নেব। এ বিষয়ে প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেব।

পূর্ববর্তী নিবন্ধরত্নাকে গাড়িচাপা দেয়া সেই চালকের বিরুদ্ধে চার্জশিট
পরবর্তী নিবন্ধশাহজালাল বিমানবন্দরে আরও একটি বোমা উদ্ধার