নিজস্ব প্রতিবেদক:
মসজিদে মসজিদে প্রথম তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা। করোনার কারণে দুই বছর সীমিত থাকলেও বিধিনিষেধ না থাকায় মসজিদে এবার মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ছিল।
রমজানের চাঁদ দেখা যাওয়ায় শুরু হয় তারাবির নামাজ। শনিবার (২ এপ্রিল) এশার আজানের পরেই দলে দলে মুসল্লিরা ছুটতে শুরু করেন মসজিদে। এবার করোনার বিধিনিষেধ না থাকায় শুকরিয়া আদায় করেন মুসল্লিরা।
তারা বলেন, রমজান এসেছে। প্রথম তারাবির নামাজ পড়তে এসেছি। দুই বছর পর মসজিতে তারাবির নামাজ পড়তে এসে খুবই ভালো লাগছে। তারাবি জামাতের সঙ্গে পড়তে পারব, এ জন্য আমরা খুবই আনন্দিত। আগামীকাল রোববার (৩ এপ্রিল) রোজা রাখবো ইনশাআল্লাহ।
এর আগে সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জানানো হয়, দেশে রমজানের চাঁদ দেখা গেছে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রমজানের চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।