প্রথম চার মাসে ১৪.৫৩ শতাংশ এডিপি বাস্তবায়ন

পপুলার২৪নিউজ ডেস্ক:
চলতি অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ১৪ দশমিক ৫৩ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এডিপির ২১ হাজার ৮৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে, যা মোট এডিপির ১৪ দশমিক ৫৩ শতাংশ।

এর আগের অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ১৬ হাজার ৭৭২ কোটি টাকা, যা ছিল মোট এডিপির ১৩ দশমিক ৬ শতাংশ।

উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটে এডিপি ধরা হয়েছে ১ লাখ ৫৩ হাজার কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধটসে হেরে ব্যাটিংয়ে চিটাগং ভাইকিংস
পরবর্তী নিবন্ধসমাবেশ করার আশ্বাস পাওয়া গেছে: রিজভী