পপুলার২৪নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজে প্রতিভার ঝলক দেখিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
দুর্দান্ত বোলিং করে তিন ম্যাচে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগ মুহূর্তে এলো দুঃসংবাদ। পায়ে চোট পেয়ে ১ম ওয়ানডেতে দল থেকে ছিটকে পড়েছেন কাটার মাস্টার।
ফলে আজ কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে তাকে পাচ্ছে না টিম বাংলাদেশ।
বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এ খবর জানান।
মোস্তাফিজ খেলতে না পারলে স্বাগতিকদের বিপক্ষে টাইগাররা আক্রমণাত্মক ক্রিকেট খেলার যে পরিকল্পনা করেছিল তা অনেকটাই ব্যাহত হবে।
অন্যদিকে প্রোটিয়াদের বিপক্ষে বড় স্কোর গড়তে টপ-অর্ডার ব্যাটসম্যানদের কাছে টিম ম্যানেজমেন্ট বড় প্রত্যাশা রাখলেও দুঃসংবাদ হলো, আজ তামিম ইকবাল খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।