পপুলার২৪নিউজ ডেস্ক:খেলার শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে ইংল্যান্ড। মুহুর্মুহু আক্রমণ চালিয়ে যাওয়া ইংল্যান্ড সাফল্য পায় খেলার ৩০ মিনিটে। গোল করে দলকে এগিয়ে নেন হ্যারি ম্যাগুইরে। এরপর একাধিক সুযোগ পেয়েও প্রথমার্ধে আর কোনো গোল পায়নি ইংলিশরা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে ইংল্যান্ড।
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড। দীর্ঘ দিনের আক্ষেপ ঘোচাতে সামারায় সুইডেনের বিপক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে ইংল্যান্ড।
কাগজে-কলমে গায়ে ফেভারিটের তকমা সাঁটিয়ে নেমেছে ইংল্যান্ড। নামের প্রতি সুবিচারের পাশাপাশি একটু ভাগ্যের সহায়তা পেলে ইংলিশদের জয় প্রত্যাশিত।
খেলার শুরু থেকেইর গোলের জন্য মরিয়া হয়ে খেলে ইংল্যান্ড। ৩০ মিনিটের মাথায় গোল করে ইংলিশদের এগিয়ে নেন হ্যারি ম্যাগুইরে।
অন্যদিকে সুইডেনের অধিনায়ক আন্দ্রেয়াস গ্রাংকভিস্ত জানিয়েছেন, ইংল্যান্ড নাকি জয়ের ব্যাপারে ৯৯ শতাংশ নিশ্চিত! শুনেই আমার হাসি পাচ্ছে। মাঠেই আমরা বুঝিয়ে দেব বলার চেয়ে করাটা কত কঠিন।
ইংল্যান্ড একাদশ : জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), কাইল ওয়াকার, জন স্টোনস, হ্যারি ম্যাগুইরে, কেইরান ট্রিপার, অ্যাশলে ইয়াং, হেসে লিনগার্ড, জর্দান হেন্ডারসন, ডেলে আলি, হ্যারি কেইন (অধিনায়ক), রাহিম স্টার্লিং।
সুইডেন একাদশ : রবিন ওলসেন (গোলরক্ষক), ভিক্টর নিলসন লিন্ডেলফ, আন্দ্রেস গ্রাঙ্কভিস্ট (অধিনায়ক), লুইডউইগ অগাস্টিনসন, এমিল ক্রাফথ, সেবাস্তিয়ান লারসন, আলবিন একদাল, এমিল ফরসবার্গ, ভিক্টর ক্লায়েসন, মার্কাস বার্গ, ওলা তোইভোনেন।