প্রত্যেকের ধর্ম পালনের অধিকার আছে: রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি : ধর্মকে ব্যাবহার করে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা, ব্যাপক ভাঙচুর, জ্বালাও পোড়াও, লুটপাট ও তাদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। এরপরও কেন আমরা আগাম প্রস্তুতি নিতে পারিনি বা প্রশাসনের কোনো গাফিলতি আছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার (৬ মার্চ) সকালে পঞ্চগড় পৌর শহরের আহমদ নগর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রেলমন্ত্রী আরও বলেন, প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে। তাদের যান-মালের নিরাপত্তাসহ মৌলিক অধিকার নিশ্চিতের দায়িত্ব সরকারের। পঞ্চগড়ের সৃষ্ট ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্য মন্ত্রণালয়ের একাধিক মন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ২০১৯ সালেও এমন একটি ঘটনা ঘটেছিল। তখন যারা এমন ঘটনা ঘটিয়েছিল।

তিনি বলেন, ২০১৩-১৪ সালেও বিএনপি-জামায়াত চক্র রাজনীতির নামে জ্বালাও পোড়াও করেছে। পুলিশের গাড়ি পুড়ে দিয়েছে। এখানেও তারা সেই ঘটনার পুনরাবৃত্তি করেছে। তারা তৌহিদী জনতার নাম ধরে, ধর্মের নাম করে এই কাজ করেছে। তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। বিচার করা হবে। এরই মধ্যে ছয়টি মামলা হয়েছে। আরও মামলার প্রক্রিয়াধীন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন- পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহম্মদ আব্দুল আলীম, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাসহ পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় রেলমন্ত্রী ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে একটি করে শাড়ি, লুঙ্গি, কম্বল দেন। এছাড়া ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে চালসহ রেলমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে এক হাজার টাকা করে দেওয়া হয়।

তবে আহমাদিয়া সম্প্রদায়ের গণসংযোগ ও প্রেস বিভাগের প্রধান আহমদ তবশির চৌধুরী বলেন, আমরা কারও সাহায্য সহযোগিতা চাই না। আমরা শুধু নিরাপদে বসবাস করতে চাই। নিজেদের যান মালের নিরাপত্তা চাই।

আহমদিয়া সম্প্রদায়ের আহমদ জাফর বলেন, সেদিনের বীভৎসতায় আমার সাত বছরের ছেলে এখনো আঁতকে ওঠে। পুলিশ দেখলে ভয়ে কেঁদে ফেলে। এমন অবস্থা আমাদের প্রত্যেক পরিবারের নিরাপত্তা চাই।

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জাগো নিউজকে বলেন, সৃষ্ট ঘটনায় এখন পর্যন্ত ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা হয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় কমবেশি ২০টির মতো মামলা হবে এবং তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

 

পূর্ববর্তী নিবন্ধকোয়েটাকে হারিয়ে প্লে-অফে ইসলামাবাদ
পরবর্তী নিবন্ধহজের প্যাকেজ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করতে লিগ্যাল নোটিশ