পপুলার২৪নিউজ প্রতিবেদক :
১ সেপ্টেম্বর বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সারাদেশে র্যালিসহ দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর ঢাকায় র্যালি করা হবে। সারাদেশে জেলা-মহানগর ও উপজেলায়ও এ কর্মসূচি পালন করা হবে। পরদিন কেন্দ্রের আয়োজনে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবে আলোচনা সভা।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, দলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অন্যায়ভাবে আটকে রাখার’ বিষয়টিও সামনে আনতে চান তারা। তার আশু মুক্তি দাবিটি জোরালো করতে চান তিনি।
কর্মসূচির বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকালে দলের কেন্দ্রীয় ও চেয়ারপারসনের কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ১০টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হবে। দিবসটি উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন আলোচনা সভার আয়োজন করবে।