প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের বর্ণাঢ্য র‌্যালি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
31উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে র‌্যালি করেছে সংগঠনটি।

বুধবার দুপুর ১২.১৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে র‌্যালি শুরু হয়ে সংগঠনটির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালির উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, মেধা যোগ্যতা আর আচরণ দিয়ে ছাত্রলীগকে আকর্ষণীয় করতে হবে। অনুপ্রবেশকারী, পরগাছামুক্ত ছাত্রলীগ চাই। কারণ এরাই এগিয়ে চলার প্রধান বাঁধা।

শিক্ষামন্ত্রীকে ডাকুসসহ ছাত্র সংসদ নির্বাচন দেয়ার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের কমিটি গঠনে সতর্ক থাকতে হবে। বিতর্কিতদের স্থান দেয়া যাবে না। নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি করতে হবে।

বিভিন্ন কারণে ক্যাম্পাস বন্ধের সমালোচনা করে তিনি বলেন, ক্যাম্পাস বন্ধ কোনো সমাধান নয়, অপরাধীদের পুলিশে সোপর্দ করুন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রলীগ।

এর মধ্যে রয়েছে- বুধবার সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কাটে সংগঠনটি।

‘শিক্ষা শান্তি প্রগতি’ স্লোগান নিয়ে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।

পরবর্তী সময়ে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করে সংগঠনটি।

পূর্ববর্তী নিবন্ধপায়ের পাতায় ব্যথা, একটু পরিশ্রমে কমে যাবে
পরবর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ১৭ জানুয়ারি