প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে না পারায় তদন্ত পেছাচ্ছে: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক

সাগর-রুনি হত্যার ঘটনায় আলামত সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলাম। সেখান থেকে ডিএনএ পরীক্ষার ফলাফল অনুযায়ী আমরা এখনো প্রকৃত আসামিকে শনাক্ত করতে পারিনি। তাই আদালতে প্রতিবেদন দেওয়া সম্ভব হচ্ছে না।

সোমবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, কোনো নিরপরাধী যেন হয়রানির শিকার না হয় তাই আলামতের ডিএনএ পরীক্ষার ফলাফল অনুযায়ী আসামিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এখনো শনাক্ত করতে পারিনি।

পূর্ববর্তী নিবন্ধচলমান মামলার বিচার আগের আইনেই হবে: অ্যাটর্নি জেনারেল
পরবর্তী নিবন্ধমঙ্গলবার দেশে ফিরছেন রওশন এরশাদ