প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ‘রংবাজ’ নির্মাতার

পপুলার২৪নিউজ ডেস্ক:

শাকিব খানকে নিয়ে ছবি না করার নোটিশ পাঠানোর পরও তাকে নিয়ে শুটিং (রংবাজ ছবি) করছিলেন চিত্রপরিচালক শামীম আহমেদ রনি। এ কারণে রনির ওপর শৃঙ্খলাভঙ্গর অভিযোগ আনা হয়। এটি পরিচালক সমিতির সিদ্ধান্তকে অসম্মান দেখানো। মহাসচিব বদিউল আলম খোকন জানান, সমিতির আইনের ৫ (ক) ধারায় তাঁর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ওই ধারাতেই রনির সদস্যপদ বাতিল করা হয়েছিল। সমিতির আদেশ অমান্য করায় ২৯ এপ্রিল রনির সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত নেয় পরিচালক সমিতি।

শাকিব খান অভিনীত রংবাজের প্রথম লুকেই চমকে দিয়েছিলেন রনি। পরিচালক সমিতির নিষেধাজ্ঞার পরও ছবির শুটিং চলছিল। পরে তার সদস্যপদ বাতিল করা হয়। ফলে রংবাজের ভাগ্য ঝুলে যায়। চরম বিপাকে পড়েছেন ‘বসগিরি’ ছবির এই নির্মাতা। উপায় না পেয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বরাবর খোলা চিঠি লিখেছেন। সোমবার রাতে তিনি নিজের ফেসবুকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।

‘সাম্প্রতিক বেশ কিছু ব্যক্তিগত, পারিবারিক এবং কর্মক্ষেত্র সম্পর্কিত ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এই অবস্থায় আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে দু-একটি স্টেটাসের মাধ্যমে আমি সমিতির সম্মানিত সদস্যদের সম্মানে যদি আঘাত করে থাকি, সে জন্য আমি ক্ষমাপ্রার্থী। চলচ্চিত্র পরিবারের একজন সদস্য হিসেবে পরিচালক সমিতির সদস্য হিসেবে আমি নিজেকে গর্বিত বোধ করি এবং সমিতির যেকোনো সিদ্ধান্তের প্রতি আমার আস্থা রয়েছে, ভবিষ্যতেও থাকবে। এই সমিতিই আমার পরিচয়। ‘

ভুল স্বীকার করে লিখেছেন, আমার সার্বিক অবস্থা বিবেচনায় এনে সমিতির সভাপতি, মহাসচিবসহ প্রতিটি সদস্যর কাছে আমি আন্তরিকভাবে আমার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের সন্তানতুল্য, ভুল স্বীকার করে আপনাদের সামনে দাঁড়ালাম। আশা করছি আমি আপনাদের পিতৃপ্রতিম, ভাতৃপ্রতিম হাতের আশীর্বাদ পাবো … আমায় আপনাদের ছায়া থেকে বিচ্ছিন্ন না করার জন্য সবিনয় অনুরোধ করছি।

 

পূর্ববর্তী নিবন্ধউত্তপ্ত পরিস্থিতিতে ভারতে রাষ্ট্রদূত বদল করছে পাকিস্তান
পরবর্তী নিবন্ধআমেরিকাকে ধ্বংসের জন্য মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া!