পৌনে ৭ লাখ কৃষক পাবেন ৮১ কোটি টাকার প্রণোদনা

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

উৎপাদন বাড়াতে ৯টি ফসলে সারাদেশে ৬ লাখ ৮৬ হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৮০ কোটি ৭৬ লাখ ৯১ হাজার ৮০০ টাকার প্রণোদনা দেবে সরকার।

প্রণোদনা হিসেবে কৃষকরা চলতি রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালীন মুগ, পেঁয়াজ এবং পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল উৎপাদনে বীজ ও রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) পাবেন।

বুধবার সচিবালয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে এই প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালীন মুগ, পেঁয়াজ এবং পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল উৎপাদন বৃদ্ধিতে ৬৪টি জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনার মাধ্যমে পরিবার প্রতি সর্বোচ্চ এক বিঘা জমির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রণোদনা হিসেবে দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবার কাউন্সিলে পরীক্ষা দিতে পারবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধঅস্ত্র মামলায় থেকে শতবর্ষী রাবেয়াকে অব্যাহতি