পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, গাড়িতে আগুন

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

নারায়ণগঞ্জের আদমজীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ করে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আদমজী ইপিজেডের সামনে সুয়াদ গার্মেন্টের শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

সকাল সাড়ে ৯টার দিকে তারা আদমজী এলাকায় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইব্রাহীম পাটোয়ারী জানান, সোমবার সকাল থেকেই বকেয়া বেতনের দাবিতে সুয়াদ গার্মেন্টের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে হাজির হয়। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে
পরবর্তী নিবন্ধজাগপা সভাপতি রেহেনা প্রধান আর নেই