পোশাক রপ্তানির ৬ মাসে প্রবৃদ্ধি ১৩.২৮ শতাংশ

নিউজ ডেস্ক:
বিশ্ববাজারে দেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানি বেড়ে প্রবৃদ্ধি হয়েছে ২৩৩ কোটি মার্কিন ডলার বা ১৩ দশমিক ২৮ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর ছয় মাসে দেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ৯৮৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। আগের বছর একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ৭৫৫ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। আলোচ্য সময়ে তৈরি পোশাক রপ্তানি বেড়ে প্রবৃদ্ধি হয়েছে ১৩.২৮ শতাংশ।

তৈরি পোশাকের মধ্যে ওভেন পোশাক ও নিটওয়্যার পোশাক দুটোই বিশ্ববাজারে রপ্তানি হয়। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে ওভেন পোশাক রপ্তানি হয়েছে ৯০৫ কোটি মার্কিন ডলারের। আগের বছর একই সময়ে ওভেন পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৭৯৬ কোটি মার্কিন ডলার। আলোচ্য সময়ে ওভেন পোশাক রপ্তানি বেড়েছে ১০৮ কোটি ৩২ লাখ মার্কিন ডলার।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে নিট পোশাক রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৮৩ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আগের বছর একই সময়ে নিট পোশাকের রপ্তানির পরিমাণ ছিল ৯৫৮ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার। নিটওয়্যার পোশাক রপ্তানির পরিমাণ বেড়েছে ১২৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার।

পূর্ববর্তী নিবন্ধঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়ি প্রবেশে কড়াকড়ি কিছুটা শিথিল
পরবর্তী নিবন্ধসীমান্তে নিরাপত্তা জোরদার, নতুন ভাসমান চৌকি বসিয়েছে ভারত