পেশোয়ার ছাড়লেন আফ্রিদি

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তান সুপার লীগের (পিএসএল) প্রথম আসরে পেশোয়ার জালমির অধিনায়ক ছিলেন। দ্বিতীয় আসর শুরুর আগে হঠাৎ ঘোষণা দেন জামলির অধিনায়ক থাকছেন না। ওয়েস্ট ইন্ডিজের টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামির হাতে জালমির নেতৃত্ব তুলে দেন শহীদ আফ্রিদি।

পিএসএলের দ্বিতীয় আসরে আফ্রিদি খেলেছেন শুধু খেলোয়াড় হিসেবেই। অধিনায়কের দায়িত্ব ছাড়ার পর এবার পেশোয়ার জালমির সঙ্গে সম্পর্কই ছিন্ন করলেন তিনি। কারণটা নাকি একান্তই ব্যক্তিগত।

পেশোয়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি টুইটবার্তায় নিশ্চিত করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

লিখেছেন, ‘এক দলের (পেশোয়ার) হয়ে একটি ট্রফি জিতলাম। এবার অন্য দলের হয়ে শিরোপা জিততে চাই।’ ওয়েবসাইট।

পূর্ববর্তী নিবন্ধকঠোর হাতে জঙ্গিবাদ দমন করা হবে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের হামলায় ৩০০ বেসামরিক লোক নিহত