পেরু ম্যাচের আগে স্কালোনির স্কোয়াডে ৬ ইনজুরি

স্পোর্টস ডেস্ক :
আর্জেন্টিনার সুখের ঘরে যেন আচমকাই দুর্ভাগ্যের শুরু হয়েছে। নিজেদের শেষ ৫ ম্যাচে তারা ৩ ম্যাচেই জয় পেতে ব্যর্থ হয়েছে। দুই ম্যাচে ছিল হার। এক ম্যাচে ড্র। শেষ তিন অ্যাওয়ে ম্যাচেই জয়বঞ্চিত লিওনেল স্কালোনিরা। বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলে সবার ওপরে থাকলেও তাই খুব একটা স্বস্তি নেই আর্জেন্টাইন শিবিরে।

এর মাঝে নতুন দুশ্চিন্তা হয়ে এসেছে ইনজুরি। বছরের শেষ সূচিতে দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মাঝে সবার আগে ইনজুরিতে পড়েন জের্মান পেৎজেল্লা। এরপর থেকেই শুরু। মাঝে ফাকুন্দো মেদিনাকে ডেকে নিলেও এবার হয়ত নতুন খেলোয়াড় ডাকার অবস্থাতেই নেই কোচ স্কালোনি। স্কোয়াডে মোট ৬ তারকা এখন আছেন ইনজুরির কবলে।

পেরুর বিপক্ষে শেষ অনুশীলনের পর আর্জেন্টিনা স্কোয়াডে মোট ৬ তারকার ইনজুরির কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনার গণমাধ্যম। যাদের মধ্যে তিনজন পুরোপুরি স্কোয়াডের বাইরে।

ক্রিশ্চিয়ান রোমেরো: ডানপায়ের বুড়ো আঙুলে আঘাতের কারণে দলের বাইরে।
নাহুয়েল মলিনা: ডান পায়ের উরুর মাংশপেশিতে অস্বস্তি
নিকোলাস টালিয়াফিকো: প্যারাগুয়ে ম্যাচে কাঁধে আঘাত।
লিসান্দ্রো মার্টিনেজ: লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে ইনজুরি।
জের্মান পেৎজেল্লা: মাংসপেশির অসুস্থতায় দলের বাইরে।
নিকোলাস গঞ্জালেস: ডান পায়ের হাড়ে ইনজুরি।

নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসির দলটি ২-১ গোলে হেরেছিল। ফলে পেরু ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই। স্বাভাবিকভাবে যদিও তারাই ম্যাচটিতে ফেবারিট হিসেবে নামবে। আগামী বুধবার ভোর ৬টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-পেরু। চোটের কারণে সেই ম্যাচ থেকে ছিটকে গেছেন দুই আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো।

প্যারাগুয়ে ম্যাচে রাইটব্যাক হিসেবে খেলেছেন মোলিনা, তার অনুপস্থিতিতে পেরু ম্যাচে সেই পজিশনে দেখা যেতে পারে গঞ্জালো মন্টিয়েলকে। গত ম্যাচে এই ডিফেন্ডার খেলেছেন বদলি হিসেবে নেমে। ডান পায়ের আঙুলে চোট পাওয়া রোমেরোর জায়গায় আর্জেন্টাইন একাদশে ঢুকতে পারেন লিওনার্দো বালের্দি। এ ছাড়া নিকোলাস তালিয়াফিকোর বিকল্প হিসেবেও স্কোয়াডে আছেন ফাকুন্দো মেদিনা। শেষ ম্যাচে তালিয়াফিকোও কাঁধে হালকা চোট পেয়েছিলেন।

শেষ ম্যাচে হারের পরও বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলে ১১ ম‍্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া, ১৯ পয়েন্ট উরুগুয়ের এবং ১৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবস্থান ব্রাজিলের।

পূর্ববর্তী নিবন্ধহিজাবী ও বিবাহিতদের জন্য সুন্দরী প্রতিযোগিতা ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’
পরবর্তী নিবন্ধনীতা আম্বানির পপকর্ন হ্যান্ডব্যাগের দাম ২৪ লাখ টাকা