মতিউর জিসান
এই মহাকাল একদিন থমকে যাবে, যাচ্ছে
মানব-মহামানব সঙ্গনিরোধ হবে, হচ্ছে
অথবা কত-শত আয়োজন ভেস্তে যাবে, যাচ্ছে
এবং তোমাতে-তোমাতে যুদ্ধ স্তব্ধ হবে, হচ্ছে।
সুতরাং পৃথিবীটা আমার নয়, আমাদের।
চেয়ে দেখ আকাশটাও নীল, বখাটে মেঘ নেই
সূর্যে আজ নির্ঘুম খুশি, চাঁদেও অনিবার্য হাসি
নীলাভ সৈকতে ঢেউয়ের দস্যিপনা
ধরনী ডানায় মুখরিত-ভালোবাসাবাসি।
অতঃপর পৃথিবীটা আমার নয়, আমাদের।
সুন্দরবনে ফিরেছে অভিমানী বাঘ
অবাধ্য সাগর স্রোতে ঝড়ো ডলফিন
নগর-লোকালয়ে দুরন্ত হরিণ
অস্ট্রেলিয়ার রাজপথে ক্যাঙারু রাত-দিন।
সত্যিই পৃথিবীটা আমার নয়, আমাদের।
তোমাদের খেলাঘরে চড়ুই-শালিক
কংক্রিটের জঙ্গলে রঙিন নবান্ন
এ ঋতুরাজ, এ হেমন্ত-শরৎ, এ অরণ্য
বলে এক সাথে বাঁচি চলো, আমরা অভিন্ন।
নিতান্তই পৃথিবীটা আমার নয়, আমাদের।