পূজায় টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

দিনাজপুর প্রতিনিধি : দুর্গাপূজা উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে ২৫ অক্টোবর বুধবার পর্যন্ত এই ৭ দিন ভারতের সঙ্গে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এছাড়া, বন্ধ থাকবে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম। আবার ২৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

এদিকে, হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

 

পূর্ববর্তী নিবন্ধবিচারিক কার্যক্রম শুরু করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান
পরবর্তী নিবন্ধ৭৫৪ রানের বিশ্বরেকর্ড গড়া ম্যাচে প্রোটিয়াদের জয়