বিনোদন ডেস্ক :
মুক্তির শুরুর দিন থেকে সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে ‘পুষ্পা ২’ সিনেমা। এক মাসের মাথায় এসেও রমরমিয়ে ব্যবসা করছে ছবিটি। অনেকের প্রশ্ন, কে থামাবে পুষ্পারাজের দৌরাত্ম? ঠিক তখন উত্তর এলো রণবীর কাপুর রুখে দিতে পারেন আল্লু অর্জুনকে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, নেটিজেনদের মতে, রণবীরের হাতে রয়েছে তিনটি তুরুপের তাস– ‘রামায়ণ প্রথম ভাগ’, ‘রামায়ণ দ্বিতীয় ভাগ’ এবং ‘অ্যানিম্যাল পার্ক’।
এক নেটিজেন লিখেছেন, “ট্রাম্প কার্ড হিসাবে কাজে লাগতে পারে ‘অ্যানিম্যাল পার্ক’। কারণ পরিষ্কার। এক বছরেরও আগে মুক্তি পেয়েছিল ‘অ্যানিম্যাল’। ছবিটি নিয়ে এখনও দর্শকের মধ্যে যা উত্তেজনা, তা দেখার মতো। যত সময় বাড়ছে, থিতু হওয়ার বদলে এই উত্তেজনার পারদ চড়ছে।”
অন্য এক নেটিজেনের কথায়, “রামায়ণ ছবির দ্বিতীয় ভাগ টেক্কা দিতে পারবে পুষ্পা ২ এর বক্স অফিসের আয়কে। তবে তার জন্য রামায়ণ ছবির প্রথম ভাগ জবরদস্তভাবে পেশ করতে হবে নির্মাতাদের। এতটাই যে তা দেখে চোখ-মন ভরে যাওয়ার পাশাপাশি এর অন্তিম পর্বটুকু দেখার জন্যও যেন অধীর আগ্রহে বসে থাকে দর্শক। তবেই না জমবে মজা!”
২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল, রাশমিকা মন্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়।
গেল বারের মতো এবারও আল্লুর বিপরীতে ছিলেন রাশমিকা মান্দানা। ছিলেন ফাহাদ ফাসিলও। তার চরিত্রটি এবারও শক্তিশালী ছিল। পুষ্পা রাজের সঙ্গে তার টক্কর ছিল সেয়ানে সেয়ানে।