‘পুষ্পা টু’ মুক্তির নতুন তারিখ ঘোষণা

বিনোদন ডেস্ক : ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।

বর্তমানে ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় পার্টের শুটিং নিয়ে ব্যস্ত নির্মাতারা-শিল্পীরা। চলতি বছরে সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু বদলে গেলো মুক্তির পরিকল্পনা। সোমবার (১১ সেপ্টেম্বর) সিনেমাটির নতুন একটি পোস্টার পোস্ট করে মুক্তির তারিখ ঘোষণা করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্স।

পোস্টারে দেখা যায়, চেয়ারে বসে আছেন আল্লু অর্জুন। তার হাতের আঙুলে শোভা পাচ্ছে কয়েকটি আংটি। কিন্তু সেসব আঙুলে লেগে আছে রক্ত। পোস্টারের উপরে লেখা— ’১৫ আগস্ট, ২০২৪’। পোস্টারের ক্যাপশনে লিখেছে, ‘‘২০২৪ সালের ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘পুষ্পা টু’।’’

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন— ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি।

 

পূর্ববর্তী নিবন্ধএ আর রহমানের অনুষ্ঠানে শ্লীলতাহানির অভিযোগ
পরবর্তী নিবন্ধশাহজালালে কাস্টমস কর্মকর্তাদের মোবাইল ব্যবহারে কড়াকড়ি