পুলিশ জনগণের বন্ধু হিসেবে পরিণীত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ পুলিশ এখন জনগণের বন্ধু হিসেবে পরিণীত হয়েছে। যার প্রমাণ আজ রমনা পার্কের পুলিশের আয়োজিত সংগীত অনুষ্ঠান।

শনিবার রাজধানীর রমনা পার্কে পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংগীত আয়োজনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আজ সারা বাংলাদেশের মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে বর্ষ বরণের অনুষ্ঠান পালন করছে। আজ এখানে মানুষের ঢল নেমেছে। আপনাদের নাচ, গান ও আড্ডায় মাতিয়ে তুলবে পুলিশের এ সংগীত আয়োজন।

সভাপতির বক্তব্যে ঢাকা মেট্রােপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামন মিয়া বলেন, আমরা মাদক ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়বো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অনুষ্ঠান সংগীত ‘আলোকের এই ঝর্ণা ধারায়’ আজ সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। অনুষ্ঠানে জেমস, সালমা লুইপা, ঐশী এবং পুলিশের সাংস্কৃতিক দলের সদস্যরা গান পরিবেশন করবেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর কাছে ৭০টি আসন ও ১২টি মন্ত্রণালয় চেয়েছি : এরশাদ
পরবর্তী নিবন্ধনববর্ষে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর