পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

জেলা প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মো. ফিরোজ।

পুলিশের দাবি, নিহত ফিরোজ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। ফিরোজ চাটখিল উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের মৃত খোরশেদ আলমের ছেলে। শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার হাটপুকুরিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

চাটখিল থানা পুলিশের ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদ পেয়ে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে অভিযানে যায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও মাদক ব্যবসায়ী ফিরোজ গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র, ১৫ রাউন্ড গুলি ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফিরোজের বিরুদ্ধে মাদকসহ ১২টি মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধ৬ সপ্তাহের মধ্যে আসতে পারে ভ্যাকসিন
পরবর্তী নিবন্ধপ্রতিদিন শতাধিক মানুষকে রান্না করা খাবার দিচ্ছেন বিথী