পুলিশের কাছে পেলের ছেলের আত্মসমর্পণ

পপুলার২৪নিউজ ডেস্ক:
কিংবদন্তি ব্রাজিল ফুটবলার পেলের ছেলে এডিনহো পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। মানি লন্ডারিং ও মাদক পাচারের অভিযোগে সাবেক এই পেশাদার গোলরক্ষকের ১২ বছরের কারাদণ্ড হয়েছে। ২০০৫ সালে প্রথম এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, তখন এর বিরুদ্ধে আপিল করে মুক্তি পেয়েছিলেন তিনি। তখন মুক্তি পেলেও ২০১৪ সালে তার ৩৩ বছরের কারাদণ্ড হয়। পরবর্তীতে আদালত শাস্তি কমিয়ে ১২ বছর ১০ মাস করেন, এবং জোর দিয়ে বলা হয় এর বিরুদ্ধে আপিল করলেও তাকে কারাবাস করতে হবে। এডিনহো সব অভিযোগ মিথ্যা বলে দাবি করে আসছেন।

সান্তোসের পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করতে এসে এডিনহো দাবি করেন, তার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ নেই। তিনি বলেন, আমি হতাশ কারণ আমি বিচার প্রক্রিয়ার বলি হতে যাচ্ছি। মানি লন্ডারিংয়ের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। একই অভিযোগে সান্তোসের ড্রাগ লর্ড বলে খ্যাত নালদিনহোকেও কারাদণ্ড দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাক বিমানে অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগ
পরবর্তী নিবন্ধগ্রেপ্তার আতঙ্কে যুক্তরাষ্ট্রের অভিবাসীরা