পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় র্যাব পরিচয়ে মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ীকে অপহরণ করে নগদ ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ওই দু’ব্যবসায়ীকে এলোপাথারি মারধর করে হাত-পা বেঁধে ফাঁকা বিলের মধ্যে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
ব্যবসায়ীরা হচ্ছেন- উপজেলার আটভাগ গ্রামের আমিনুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম ও তার চাচা আব্দুল আওয়াল।
সোমবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগি আব্দুল আওয়াল বলেন, জমি ক্রয়ের জন্য আমার ভাতিজা ব্যবসায়ী আরিফুল ইসলাম সোমবার বিকালের দিকে বানেশ্বর ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। সে সময় আমিও তার সঙ্গে ছিলাম। পথিমধ্যে বিড়ালদহ লোহার ব্রিজ এলাকায় আসা মাত্র একটি সাদা রংয়ের মাইক্রোবাস আমাদের গতিরোধ করে। পরে ওই গাড়ী থেকে ৪/৫ জন লোক (র্যাবের পোশাক পড়া) নেমে আমাদের আছে অবৈধ অস্ত্র আছে বলে জোর করে তাদের গাড়ীতে তুলে নেয়। এরপর মুহূর্তের মধ্যে তারা আমাদের হাত-পা ও চোখ বেঁধে ব্যাপক মারধর শুরু করে।
একপর্যায়ে তারা আমাদের নিকট থাকা ৬ লাখ টাকা, একটি স্বর্ণের চেইন ও আংটি ছিনিয়ে নেয়। এরপর সিরাজগঞ্জ রোডের কাচিকাটা নামক স্থানে ফাঁকা বিলে আমাদের ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয় লোকজন আমাদের আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহীগামী একটি বাসে তুলে দেয়। রাত ৮টার দিকে পুঠিয়ায় নেমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেয় তারা।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা ছিনতায়ের বিষয়টি রহস্যজনক। থানা পুলিশ খবর পাওয়ার পর থেকে বিষয়টি নিয়ে কাজ করছে। আর ওই পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়ার কথা রয়েছে।