পপুলার২৪নিউজ ফিরোজ মিয়া:
দেশের পুঁজিবাজার আগের দিনের পতন কাটিয়ে বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবনতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে পাশাপাশি সূচক বেড়েছে তবে লেনদেন কমছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৭ টি কোম্পানির ২৫কোটি ১৭ লক্ষ ৮৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৮৯৮ কোটি ৫২ হাজার ৪১৬ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮৯ পয়েন্ট। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭ টির, কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- লঙ্কাবাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক লিঃ, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, সিএমসি কামাল, এফএএস ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ঢাকা ব্যাংক লিঃ, বিবিএস ক্যাবলস, গ্রামীণ ফোন ও কেয়া কসমেটিকস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- পেনিনসুলা চিটাগাং, মুন্নু সিরামিকস, ইস্টার্ন কেবলস, সামিট অ্যালায়েন্স পোর্ট, নরদার্ন জুট, জিবিবি পাওয়ার, বিবিএস ক্যাবলস, ফু-ওয়াং সিরামিকস্, সিএপিএম বিডিবিএল মি.ফান্ড ও প্রিমিয়ার সিমেন্ট। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- বারাকা পাওয়ার, দেশবন্ধু পলিমার, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, মিথুন নিটিং, বঙ্গজ লিঃ, এফএএস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ইউনাইটেড এয়ারওয়েজ ও বীচ্ হ্যাচারী।