পপুলার২৪নিউজ ফিরোজ মিয়া:
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর জন্য যে ধরনের ফ্রেমওয়ার্ক দরকার তা এরই মধ্যে সরকার ও বিএসইসির প্রচেষ্টায় তৈরী হয়েছে। এখন সহজেই বিনিয়োগ বাড়ানো যায়। এমন পরিবেশ এখন বাজারে রয়েছে। গতকাল সোমবার বিশ্ব বিনিয়োগ সপ্তাহ উদ্ধোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, প্রায় ২৪ বছর পার করে নিয়ন্ত্রক সংস্থা এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ৯০ এর দশকে এবং ২০১০ সালে আমাদের পুঁজিবাজারে যে ধস হয়েছিল তা বিনিয়োগকারীদের অনেক ক্ষতির সম্মূখীন করেছে। সেই পরিস্থিতি যদিও কাম্য ছিল না, তবে সেখান থেকে আমাদের অনেক শিক্ষা হয়েছে। যেমন, তখন আমাদের আইন-কানুন অনেক দুর্বল ছিল। গত ৪ বছর ধরে আমরা বিএসইসিতে অনেক সংস্কার করেছি। নীতিমালাগুলো কঠোর করেছি। যার কারণে সাধারণদের বিনিয়োগ আগ্রহ বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের জন্য আমার উপদেশ থাকবে, তারা যেন বিনিয়োগের আগে চিন্তা ভাবনা করে এবং এ বিষয়ে ব্যাপক পড়াশুনা করে বিনিয়োগ করেন। সাবধানে অগ্রসর হবেন, যাতে আপনার সম্পদ আপনার কাছেই সমৃদ্ধ হয়ে ফিরে আসে। এছাড়া অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন অর্থমন্ত্রীর কাছে আহবান করেন, আগামী বছর থেকে আমাদের বইয়ে যেন বিনিয়োগ সংক্রান্ত পাঠ অন্তভুর্ক্ত করা হয়।আর এ বিষয়ে আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, পাঠ্যবইয়ে যেন শেয়ারবাজার সম্পর্কে কোনো বিষয় লিপিবদ্ধ করা হয় সে বিষয়ে সরকার বিবেচনা করবে । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনআর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান এবং বিএসইসির শুভেচ্ছা দূত ক্রিকেটার সাকিব আল হাসান।