পিলখানা হত্যা মামলার শুনানি ২ এপ্রিল পর্যন্ত মুলতবি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
পিলখানা হত্যা মামলার শুনানি ২ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ গত বৃহস্পতিবার এই আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, আশা করি এ বছরের মধ্যেই মামলাটি নিষ্পত্তি হবে। মামলাটিতে অনেক আসামি থাকায় তাড়াহুড়ো করার সুযোগ নেই।

তিনি বলেন, একই সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে একজন আসামির মৃত্যুদণ্ড আবার অপর একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বলে আসামি পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। এতে জটিলতার সৃষ্টি হয়েছে। এরকম আরো বেশ কিছু আইনগত বিষয় উঠে এসেছে। এ কারণেই সময় প্রয়োজন। আদালত সময় মঞ্জুর করেছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তত্কালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। এতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

পূর্ববর্তী নিবন্ধরিয়াদকে উপেক্ষার জবাব পেল কোয়েটা
পরবর্তী নিবন্ধপাক বিমানে অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগ