পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দ্বিতীয় বিয়েতে বাধা দেয়ায় দুলালী রানী (২৭) নামে এক গৃহবধূকে হত্যা করেছে স্বামী রিপন মিস্ত্রী (৩০)।
রোবাবার দিবাগত গভীর রাতে উপজেলার ছোট শিংগা গ্রামে এ ঘটনা ঘটে।
মঠবাড়িয়া থানার পুলিশ সোমবার সকালে নিহত দুলালীর মরদেহ উদ্ধার করে। এসময় ঘাতক স্বামীকেও আটক করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১০ বছর আগে ছোট শিংগা গ্রামের মাখন চন্দ্র মিস্ত্রীর ছেলে রিপন উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামের নারায়ণ মণ্ডলের মেয়ে দুলালী রানীকে বিয়ে করে। এ দম্পতির ছয় বছরের একটি মেয়ে ও চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের বড় বোন ছবি রানী জানান, দুই বছর ধরে রিপন পরকীয়ায় জড়িয়ে পড়ে দ্বিতীয় বিয়ে করার জন্য স্ত্রীকে রাজি করাতে চাপ প্রয়োগসহ শারীরিক নির্যাতন করে আসছিল।
তিনি বলেন, রোববার রাতে এর জের ধরে দুলালীকে মারধর করে রিপন। একপর্যায় পরনের কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে রিপন।
মঠবাড়িয়া থানার এসআই নকিব আকরাম জানান, রিপন মিস্ত্রী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, দুলালীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় নিহতের বাবা নারায়ণ মণ্ডল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।