পিকের গোলে হার এড়াল বার্সা

প্রথমে গোল হজম করে হারের শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত তা বাস্তবে ফলেনি। জেরার্ড পিকের গোলে এস্পানিওলের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দলটি। এতে চলতি মৌসুমে লা লিগায় অপরাজিতই থাকল স্প্যানিশ জায়ান্টরা।

রোববার রাতে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের মাঠে প্রথমার্ধে বার্সেলোনার মূল একাদশে ছিলেন না লিওনেল মেসি। তবু ছন্দময় খেলায় তাদের ব্যাঘাত ঘটেনি। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষদের ব্যতিব্যস্ত রাখেন কুতিনহোরা। তবে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। কয়েকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুদল।

খেলা শুরুর সময় থেকেই আকাশ মুখ গোমরা করে বসেছিল। মাঝেমধ্যেই বৃষ্টি উঁকি দিচ্ছিল। বিরতির পর এর প্রকোপ বাড়লে স্বাভাবিক খেলায় বিঘ্ন ঘটে। আক্রমণভাগে শক্তি বাড়াতে ৫৯ মিনিটে পাকো আলকাসেরকে বসিয়ে মেসিকে নামান আরনেস্টো ভালভার্দে।

এর পরই বার্সা শিবিরে নামে রাজ্যের হতাশা। কাতালান ভক্ত-সমর্থকদের হতবাক করে ৬৬ মিনিটে গোল করে এস্পানিওলকে লিড এনে দেন জেরার্ড মোরেনো। এতে জয়ের স্বপ্নও দেখতে থাকে দলটি।

অবশ্য ১৬ মিনিট পর তাদের সেই স্বপ্ন ফিকে হয়ে যায়। এ সময় মেসির ফ্রি-কিকে হেডে পিকে লক্ষ্যভেদ করলে সমতায় ফিরে বার্সা। এতে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন ভালভার্দের শিষ্যরা। এর সঙ্গে লা লিগায় তাদের অপরাজেয় যাত্রাও অব্যাহত থাকে।

এ ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনার শীর্ষস্থান আরও পাকাপোক্ত হল। ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

পূর্ববর্তী নিবন্ধবনানীতে ফের হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণ : গ্রেফতার ২
পরবর্তী নিবন্ধরাজধানীতে ৫ নাইজেরিয়ান ফুটবলার আটক