পিএসসির প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি, বাতিল হচ্ছে না নিয়োগ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

বিসিএসসহ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে কয়েকটি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের যে অভিযোগ উঠেছিল, তদন্তে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত শেষে পিএসসির গঠিত কমিটি যে প্রতিবেদন তৈরি করেছে, তাতে সুনির্দিষ্ট কোনো পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করেছে।

ফলে প্রশ্নফাঁসের অভিযোগের প্রমাণ না পাওয়ায় যে নিয়োগ পরীক্ষাগুলো বাতিলের দাবি উঠেছিল, তা আর বাতিল করার আশঙ্কা নেই বলে মনে করছেন তদন্ত কমিটির সদস্যরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির গঠিত তদন্ত কমিটিতে থাকা একজন কর্মকর্তা ও কমিশনের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি পিএসসির সবশেষ সভায় প্রাথমিক আলোচনা হয়েছে জানিয়ে কমিশনের একজন সদস্য জানান, তদন্ত কমিটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রশ্নফাঁসের অভিযোগ খতিয়ে দেখেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পরীক্ষক, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। কোনো পরীক্ষার প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া যায়নি।

পিএসসির দুজন কর্মকর্তা ও কমিটিতে থাকা এক কর্মকর্তা জানান, যেহেতু প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হয়নি, তাই কোনো পরীক্ষা বাতিলের সুযোগ নেই। বিষয়টি তদন্ত প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন খুব দ্রুত মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের পানি ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াবে চীন
পরবর্তী নিবন্ধসচিবালয়ে ডিসি হতে ইচ্ছুকদের বিশৃঙ্খলা শোভন হয়নি