স্পোর্টস ডেস্ক : এলএম-১০ নামেই যাকে সবাই চেনেন। ক্যারিয়ারের লম্বা সময় ধরে ১০ নম্বর জার্সি গায়ে খেলেছেন। বার্সেলোনায় থাকার পুরোটা সময়ই ১০ নম্বর জার্সি পরে খেলেছেন তিনি। আর্জেন্টিনাতে এখনো ১০ নম্বর জার্সিটি পরেই মাঠে নামেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।
চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান এই আর্জেন্টাইন তারকা। সতীর্থ নেইমার ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে চাইলেও নেননি তিনি। খেলেছেন শুরুর দিককার ৩০ নম্বর জার্সি গায়ে। তবে পিএসজিতে প্রথমবারের মতো ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মেসি।
মঙ্গলবার রাতে নিসের বিপক্ষে কোপা দি ফ্রান্সের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামে পিএসজি। এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ১ থেকে ১১ নম্বর পর্যন্ত জার্সি পরে নামতে হয় ফুটবলারদের।
পিএসজির নিয়মিত ১০ নম্বর জার্সি পরেন নেইমার। তিনি ইনজুরিতে থাকায় নিসের বিপক্ষে সেটি গায়ে মাঠে নামেন মেসি। শেষ ৩২ এর ম্যাচেও ছিলেন না নেইমার।
ওই ম্যাচে জার্সিটি গায়ে তুলেছিলেন জর্জিনিও উইজনাল্ডুম।