পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ার কারণ জানালেন প্রোটিয়া পেসার

স্পোর্টস ডেস্ক:

আগামী ২২ মার্চ পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসরের। অন্যদিকে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসর শুরু হবে ১১ এপ্রিল। প্রায় কাছাকাছি সময়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হতে যাওয়ায় বিদেশি ক্রিকেটারদের নিয়ে চলছে টানাটানি। যদিও আইপিএলের নিলাম আগেই অনুষ্ঠিত হওয়াতে সেই ঝামেলায় তেমন পড়তে হয়নি পাকিস্তানকে। তবে তাদেরই নেওয়া দক্ষিণ আফ্রিকান এক পেসারকে ছিনিয়ে নিয়েছে ভারতীয় টুর্নামেন্টটি।

ড্রাফট থেকে পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছিল প্রোটিয়া পেসার করবিন বশকে। কিন্তু আইপিএলের আগমুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার লিজার্ড উইলিয়ামস চোট পেয়েছেন। তিনিও দক্ষিণ আফ্রিকার পেসার। তারপরই মুম্বাই জানিয়েছে, উইলিয়ামসের পরিবর্তে দলে নেওয়া হয়েছে বশকে। যা নিয়ে পিসিবি ওই ক্রিকেটারকে আইনি নোটিশ পাঠিয়েছিল। যার জবাব দিয়েছেন বশ, একইসঙ্গে জানিয়েছেন পিএসএল ছেড়ে আইপিএল বেছে নেওয়ার কারণ।

পাকিস্তানি ক্রিকেট কর্তৃপক্ষকে বশ জানিয়েছেন, পিএসএলকে হেয় করার কোনো উদ্দেশ্য ছিল না তার। আর মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়া ছিল এই প্রোটিয়া পেসারের ক্যারিয়ারের জন্য অনেক বড় সিদ্ধান্ত। এমনিতেই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থান অনেক শক্ত ও দাপুটে। একইসঙ্গে বিশ্বব্যাপী বেশ কয়েকটি টুর্নামেন্টেও তাদের দল আছে। ফলে মুম্বাইয়ের সঙ্গে যুক্ত হওয়া বশের আরও টুর্নামেন্ট খেলার পথ খুলে দেবে।

বশ নাম প্রত্যাহার করায়, পেশোয়ার জালমি তার পরিবর্তে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার মিচেল ওয়েনকে দলে নিয়েছে। সর্বশেষ বিগ ব্যাশে তিনি শিরোপাজয়ী হোবার্ট হারিকেন্সের হয়ে খেলে নজর কেড়েছিলেন। ফাইনালে সিডনি থান্ডারের বিপক্ষে করেছিলেন টুর্নামেন্টটির ইতিহাসে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি। এর আগে পিএসএলের ড্রাফটে নাম থাকলেও, প্রথমে দল পাননি ওয়েন। তবে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে ঠিকই ২৩ বছর বয়সী ব্যাটার রিপ্লেসমেন্ট হিসেবে ডাক পেলেন।

আগামী ১১ এপ্রিল পিএসএলের উদ্বোধনী ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। সবমিলিয়ে এই আসরে ৩৪টি ম্যাচ হবে ৪টি ভেন্যু– রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে। ১৩ মে রাওয়ালপিন্ডি এবং ১৪ ও ১৬ মে লাহোরে প্লে-অফ ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে। আর ফাইনাল হবে ১৮ মে, লাহোরে।

অন্যদিকে, আইপিএলের অষ্টাদশ আসরের উদ্বোধনী ম্যাচে ২২ মার্চ ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় দিন ২৩ মার্চ দুই সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ক্লাসিকো ম্যাচ খেলবে।

পূর্ববর্তী নিবন্ধ২৪ মার্চ থেকে কর্মবিরতির হুমকি রেলওয়ের গেটকিপারদের
পরবর্তী নিবন্ধএনআরবিসি ব্যাংকের বোর্ডসভা অনুষ্ঠিত