পিএসএল খেলতে গেলেন নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক;

নিলাম থেকে বাংলাদেশের গতি তারকা নাহিদ রানাকে দলে নিয়েছিল পিএসএলের দল পেশোয়ার জালমি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার জন্য তিনি সময়মত যেতে পারেননি।

সিলেটে প্রথম টেস্টের একাদশে ছিলেন নাহিদ রানা। প্রথম ইনিংসে ৩টি উইকেপ পেলেও দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি তিনি। তবে, চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের দলে নাই তিনি। আগেই জানা ছিল, নাহিদ সিলেটে প্রথম টেস্ট খেললেও চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে খেলবেন না তিনি, যাবেন পিএসএলে খেলতে।

সে হিসেবে আজ দুপুর একটায় পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বাংলাদেশের এই দ্রুতগতির পেসার। এই মুহূর্তে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পিএসএলের পয়েন্ট টেবিলে চারে রয়েছে বাবর আজমের দল পেশোয়ার জাীমি।

সবকিছু ঠিক থাকলে হয়তো আগামীকালই (রোববার) পেশোয়ারের জার্সিতে খেলতে নামবেন নাহিদ রানা।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জের কাশবন সাহিত্য পত্রিকা”র পুরস্কার পেলেন জনকন্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ
পরবর্তী নিবন্ধগরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা