পিএসএলে রিয়াদের ব্যাটিং তাণ্ডব

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ শেষে পিএসএল খেলতে দুবাইয়ে রয়েছেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে তিনি প্রথম ম্যাচ খেলেন। আর এই ম্যাচেই ঝড় তুলেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ক্রমশ ফিনিশারের ভূমিকায় নিজেকে মেলে ধরা রিয়াদের ব্যাটিং তাণ্ডব অবশ্য তার দলকে দেড়শ’ রানের কাছে নিয়ে যায়।

তবে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে অবশ্য ৫ উইকেটে হেরে যায় তার দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৮ রান করে কোয়েটা। ৪২ বলে সর্বোচ্চ ৪৫ রান আসে আসাদ শফিকের ব্যাট থেকে। তবে বেশি বল খেলে ফেলায় দল চাপে পড়ে যায়।

আহমেদ শেহজাদ করেন ১৫ বলে ২৬। আর ২০ বলে ২ চার ও এক ছয়ের মারে ২৯ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। তার সঙ্গে ৪৬ রানের জুটি গড়া থিসারা পেরেরা খেলেন ১৮ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস।

জবাবে ১৯ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইসলামাবাদ। ৫০ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৭৮ রানের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন স্যাম বিলিংস।

পূর্ববর্তী নিবন্ধমৃত ব্যক্তির বিচার:ময়মনসিংহের এসপির ক্ষমা প্রার্থনা
পরবর্তী নিবন্ধভারত সফরে যাচ্ছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদল