পিএসএলে অভিষেক হলো রিশাদের

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের জার্সিতে পিএসএলে অভিষেক হলো তার। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে লাহোরের একাদশে আছেন এই লেগ স্পিনার। রাওয়ালপিন্ডিতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কোয়েটা।

এর আগে এক ম্যাচ খেলেছে লাহোর। তবে সেই ম্যাচের একাদশে ছিলেন না রিশাদ। মূলত দলের কম্বিনেশনের কারণেই একাদশে ছিলেন না তিনি। তবে সেই ম্যাচ হারের পর এবার রিশাদকে নিয়েই মাঠে নামছে লাহোর।

প্রসঙ্গত, এবারের পিএসএলে ড্রাফট থেকে রিশাদ ছাড়াও দল পেয়েছেন লিটন দাস এবং নাহিদ রানা। টাইগার ওপেনার লিটন খেলবেন করাচি কিংস দলে। আর স্পিড স্টার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে বাবর আজমের দল পেশওয়ার জালমি।

পুরো সময়ের জন্যই রিশাদ-লিটনকে এনওসি বা ছাড়পত্র দিয়েছে বিসিবি। ফলে দুজনেই থাকছেন না জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে। অন্যদিকে, একটি টেস্ট খেলে তারপর পিএসএলে যাবেন নাহিদ রানা। তাই পুরো সময়ের জন্য তিনি এনওসি পাচ্ছেন না। আসরে নিজেদের প্রথম ৫ ম্যাচ মিস করতে পারেন পেশোয়ার জালমির হয়ে খেলতে যাওয়া এই পেসার।

লাহোর কালান্দার্স একাদশ-

ফখর জামান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ নাঈম, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস, সিকান্দার রাজা, রিশাদ হোসেন, শাহীন আফ্রিদি (অধিনায়ক), জাহানদাদ খান, হারিস রউফ ও আসিফ আফ্রিদি।

পূর্ববর্তী নিবন্ধসোনার দাম ভরি কমলো ১৬২১৭৬ টাকা
পরবর্তী নিবন্ধসয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১৪ টাকা