স্পোর্টস ডেস্ক
শুরু হয়ে গেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। প্রথম ম্যাচেই রিশাদ হোসেনকে খেলতে দেখা যাবে, এমন আশায় ছিলেন টাইগার সমর্থকরা। কিন্তু তাদের সেই আশায় গুঁড়েবালি।
পিএসএলের উদ্বোধনী ম্যাচে খেলার সুযোগ মেলেনি বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেনের। তার দল লাহোর কালান্দার্সকে টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। লাহোরের একাদশে নাম নেই রিশাদের।
লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দিচ্ছেন শাদাব খান।