পিএসএলের উদ্বোধনী ম্যাচ, একাদশে সুযোগ মিললো না রিশাদের

স্পোর্টস ডেস্ক

শুরু হয়ে গেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। প্রথম ম্যাচেই রিশাদ হোসেনকে খেলতে দেখা যাবে, এমন আশায় ছিলেন টাইগার সমর্থকরা। কিন্তু তাদের সেই আশায় গুঁড়েবালি।

পিএসএলের উদ্বোধনী ম্যাচে খেলার সুযোগ মেলেনি বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেনের। তার দল লাহোর কালান্দার্সকে টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। লাহোরের একাদশে নাম নেই রিশাদের।

লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দিচ্ছেন শাদাব খান।

পূর্ববর্তী নিবন্ধজুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর
পরবর্তী নিবন্ধকলকাতার বিপক্ষে টেনেটুনে ১০৩ চেন্নাইয়ের