পাহাড় ধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রবল বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ তিন জেলায় পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো এবং পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবানের প্রতিনিধিরা জানিয়েছেন গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন।

 

এর মধ্যে চট্টগ্রামের চন্দনাইশে ৪ জন ও রাঙ্গুনিয়ায় ৬ জন; রাঙ্গামাটির সদরসহ কাপ্তাইয়ে, লংগদু ও কাউখালীতে ৩২ জন এবং বান্দরবানের সদরে ৬ জন নিহত হয়েছেন।

রাঙামাটিতে নিহতদের মধ্যে উদ্ধার অভিযানে গিয়ে মারা যান দুই সেনা কর্মকর্তাসহ ৪ সেনা সদস্য।

তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

 

পূর্ববর্তী নিবন্ধশ্রেণিকক্ষে মোবাইল ফোন বন্ধের সুপারিশ
পরবর্তী নিবন্ধইফতারে সুস্বাদু হালিম