পার্লামেন্টে রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস

পপুলার২৪নিউজ ডেস্ক :

শ্রীলংকার মাহিন্দা রাজাপাকসে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করেছে দেশটির পার্লামেন্ট। গত ২৬ অক্টোবর প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তাকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের স্থলাভিষিক্ত করেছেন।

পার্লামেন্টের ২২৫ সদস্য রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সায় দিয়েছেন বলে ঘোষণা করেছেন স্পিকার খারু জয়সুরিয়া।

স্পিকার বলেন, কণ্ঠভোট অনুসারে সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। এ সময় রাজাপাকসের সমর্থকরা প্রতিবাদ করেন।

এর পর জয়সুরিয়া বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করেন।

বিক্রমাসিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টির(ইউএনপি) উপনেতা সাজিত প্রেমাদাসা পরবর্তী সময় সাংবাদিকদের বলেন, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রাজাপাকসে। তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

এর আগে সিরিসেনার পার্লামেন্ট ভেঙে দেয়ার ডিক্রি স্থগিত করেছেন সুপ্রিমকোর্ট। সিরিসেনা গত শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিয়ে ৫ জানুয়ারি আগাম নির্বাচনের ঘোষণা দেন।

মঙ্গলবার আদালত প্রেসিডেন্টের এ ডিক্রি ৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছেন।

সিরিসেনা গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে ওই পদে নিয়োগ দেন। আর এর পরই তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা দেন।

কিন্তু তার এ কর্মকাণ্ড অসাংবিধানিক বলে অভিযোগ ওঠে। বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকৃতি জানান।

ইউএনপি প্রেসিডেন্টের পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আদালতে পিটিশন করে। তাদের সঙ্গে যোগ দেয় অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলও।

দলগুলো সুপ্রিমকোর্টের কাছে প্রেসিডেন্টের আদেশ অবৈধ ঘোষণা করার আবেদন করে।

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারকের বেঞ্চ সিরিসেনার আদেশ রহিত করেছে। আদালতের রায়ে ৫ জানুয়ারির নির্বাচনও স্থগিত হল।

পূর্ববর্তী নিবন্ধআদালতে খালেদা জিয়া: চলছে অভিযোগ গঠনের শুনানি
পরবর্তী নিবন্ধছাতকে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়