পারিশ্রমিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এমা স্টোন

পপুলার২৪নিউজ ডেস্ক:
হলিউডে পারিশ্রমিক বৈষম্যের শিকার হচ্ছেন অভিনেত্রীরা। গেল কয়েকবছর ধরেই এর সঙ্গে সংশ্লিষ্টরা পারিশ্রমিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। সম্প্রতি বিষয়টি আবারও আলোচনায় এসেছে হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোনের এক সাক্ষাৎকারে। বর্তমানে এ তারকা ‘ব্যাটেল অফ সেক্সেস’ ছবিতে অভিনয় করছেন। এতে টেনিস খেলোয়াড় বিলি জিন কিংয়ের চরিত্রে দেখা যাবে তাকে। এ ছবিটিতেই পারিশ্রমিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এমার এক সহঅভিনেতা বেশি পারিশ্রমিক নিচ্ছেন না। এ বিষয়ে এমা সাক্ষাৎকারে বলেন, ‘আমার অভিনয় জীবনে এমন ঘটনা এই প্রথম। সম্প্রতি সিনেমায় আমার সমান পারিশ্রমিকে কাজ করবে বলে বাড়তি পারিশ্রমিক নেননি এক পুরুষ সহকর্মী। আমার মনে হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। তিনি মনে করেছেন যে অভিনয়শিল্পী হিসেবে আমাদের দু’জনেরই সমান পারিশ্রমিক প্রাপ্য। তাই তিনি তার পারিশ্রমিকের অঙ্ক কমিয়ে আমার সমান করে ফেলেন।’ তবে কে সেই অভিনেতা নাম উল্লেখ করেননি এমা। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি মনে করি বিষয়টি নিয়ে নতুন করে ভাবার এখনই সময়। কেবল নারী বলে পুরুষ সহকর্মীদের চেয়ে কম পারিশ্রমিক দেয়া একেবারেই যুক্তিহীন ও অন্যায়।’ উল্লেখ্য, অভিনেত্রীদের পারিশ্রমিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করা অভিনেত্রী এমা স্টোনই প্রথম নন। এর আগে হলিউডে পারিশ্রমিক বৈষম্য নিয়ে ক্রিস্টন স্টুয়ার্ট, অ্যামি অ্যাডামস ও জেনিফার লরেন্সের মতো তারকাদেরও সোচ্চার হতে দেখা গেছে। তারা কখনও পুরুষ সহকর্মীদের পারিশ্রমিক কমানোর কথা বলেননি। বলেছেন, ‘পুরুষরা একটি ছবিতে যতক্ষণ যে পরিশ্রম করেন, নারীরাও ততক্ষণ একই পরিশ্রম করেন। কিন্তু পারিশ্রমিকের ক্ষেত্রে সবসময় পুরুষরাই এগিয়ে। নারীদের ক্ষেত্রেও সমানুপাতিক হারে পারিশ্রমিক দেয়ার জন্য অনুরোধ করেছেন সংশ্লিষ্ট সবাইকে।

 

পূর্ববর্তী নিবন্ধস্কার্ট পরেছেন রণবীর !
পরবর্তী নিবন্ধহাবিবের স্ট্যাটাসের উত্তর দিলেন রেহান