বরগুনা প্রতিনিধি : ইউক্রেনে এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় দিকে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশেই তাকে দাফন করা হয়।
এর আগে সকাল ১০টার দিকে তার নিজ বাড়ি বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বাজারের পূর্ব পাশের মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
নিহত হাদিসুর রহমান আরিফ (৩৩) বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের ছেলে। চার ভাই বোনের মধ্যে হাদিসুর দ্বিতীয়। তিনি বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।
জানা যায়, রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালীন ইউক্রেনের সমুদ্র বন্দরের জলসীমায় ২৪ ফেব্রুয়ারি থেকে আটকে ছিল বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। জাহাজটিতে সাত বছর ধরে চাকরি করতেন হাদিসুর। ২ মার্চ (বুধবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটের (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়) দিকে তাদের জাহাজে রকেট হামলা হয়। জাহাজে সেসময় বাংলাদেশের ২৯ জন নাবিক ছিল। সেই হামলায় নিহত হন জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।