পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

২০১৭-১৮ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’। শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৫২তম সভায় এ সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়।

শেকৃবির জনসংযোগ কর্মকর্তা মো. বশিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে তারিখ নির্ধারণ করা হয়েছে তার বাইরে অন্য তারিখগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেওয়ার তারিখ জানাবে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশিদের সভাপতিত্বে সভায় ২৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। সভায় আরো নির্ধারিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যদি সকালে হয় ওই দিন বিকালে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিকালে হলে একই দিন সকালে জগন্নাথের পরীক্ষা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ ৮৮ ভাগ শেষ: প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধত্রিপুরা পাড়ায় অজ্ঞাত রোগে আরো ৩৮ শিশু আক্রান্ত