পাবনা-৪ উপনির্বাচন: সাধারণ ছুটি ২৬ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ (আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলা) আসনে উপনির্বাচন উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) সাধারণ ছুটি থাকছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ১০ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি নথি জারি করেছেন ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান।

তাতে বলা হয়েছে, ২৬ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের পাবনা-৪ নির্বাচনী এলাকার শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানায় ইসি।

গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৬ সেপ্টেম্বর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমাশরাফির ভূয়সী প্রশংসায় যা বললেন ডি ভিলিয়ার্স
পরবর্তী নিবন্ধমা হলেন শুভশ্রী