পাবনায় বিরল প্রজাতির প্রাণী উদ্ধার

পপুলার২৪নিউজ ডেস্ক :

পাবনার ভাঙ্গুড়ায় ৫ ফুট লম্বা বিরল প্রজাতির একটি প্রাণী উদ্ধার করেছে এলাকাবাসী। রোববার বিকেলে পৌর শহরের চৌ-বাড়িয়া সাহেবপাড়া মহল্লা থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই এলাকার ইশারত আলীর বাড়িতে একটি কবুতরের ঘরে প্রাণীটি লুকিয়ে ছিল। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে উদ্ধার হওয়া বিরল প্রজাতির প্রাণীটিকে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ও প্রশাসনিক কর্মকর্তাদের ধারণা, এটি গন্ধগোকুল হতে পারে। কারও কারও মতে, এটি ভোঁদড় হতে পারে। বিরল প্রজাতির এ প্রাণীটিকে দেখতে উৎসুক জনতা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে ভিড় করে।

ইশারত আলীর ছেলে আব্দুল মালেক জানান, রোববার বাড়িতে একটি কবুতরের ঘরে প্রাণীটিকে দেখে ভয় পেয়ে যাই। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান যুগান্তরকে বলেন, উদ্ধার হওয়ার পর বিরল প্রজাতির  প্রাণীটির চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। উপজেলা বন বিভাগকে এটিকে অভয়াশ্রমে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনারায়ণগঞ্জে কনডমে ফেনসিডিল ব্যবসা জমজমাট!
পরবর্তী নিবন্ধদুর্নীতিতে এশিয়ায় শীর্ষে ভারত-পাকিস্তান-মিয়ানমার, নেই বাংলাদেশ