পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

পাবনা সদর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ মো. আবুল হোসেন ওরফে আবু নকশাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ধোপাঘাটা বড় ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত মো. আবুল হোসেন চরমপন্থী। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) পাবনা জেলা কমান্ডার ছিলেন। তার নামে হত্যা ও বিস্ফোরকসহ ৯ মামলা রয়েছে।

আবুল হোসেন উপজেলার পূর্ব রাঘবপুর এলাকার বাসিন্দা। এ সময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভালবার, চারটি গুলি, ছয়টি কার্তুজ, চারটি কার্তুজের খোসা উদ্ধার করে।

সদর থানার ওসি ওবায়দুল হক জানান, আবুল হোসেন অবৈধ অস্ত্রধারী সহযোগী অনুসারীদের সহায়তায় এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েমসহ চাঁদাবাজি ও ভাড়াটিয়া হিসেবে খুন-খারাবি করে আসছিলেন। আবুল হোসেনের বিরুদ্ধে খুনসহ তিন মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় রোববার বিকালে তাকে গ্রেফতার করা হয়।

পরে স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাতে তাকে নিয়ে ধোপাঘাটা বড় ব্রিজ এলাকায় পুলিশ অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এ সময় অস্ত্রধারী আবুল হোসেনের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়িভাবে গুলি করে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে সেখানে আবুল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ।

পরে আবুল হোসেনকে উদ্ধার করে পাবনা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধবর্তমান সময়ের আলোচিত মুখ সুজানা
পরবর্তী নিবন্ধদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী