পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
পাবনা জেলার সাঁথিয়ায় আতাউর রহমান (৫৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকাল ৬টার দিকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আতাউরের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দয়রা বাগবাড়িয়া গ্রামে। আটককৃত হলেন- উপজেলার আন্দারেকাটা চব্বিশ মাইল গ্রামের মৃত চমর সরদারের ছেলে আব্দুস সালাম (৫০)।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন জানান, সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের পল্লী চিকিৎসক সাইদুর রহমানের বাড়িতে ৫ দিন আগে দিনমজুরের কাজ করতে আসেন আতাউর। অপরদিকে জমিজমা নিয়ে পল্লী চিকিৎসক সাইদুর রহমানের সাথে প্রতিবেশী আব্দুস সালাম ও আব্দুল খালেকের সাথে বিরোধ চলছিল।
এরই জের ধরে আতাউরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় পুলিশ। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য আব্দুস সালামকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।