পাবনায় গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:পাবনার বেড়া উপজেলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওয়ালীউল্লাহ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ওয়ালীউল্লাহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার জোড়দা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ওয়ালীউল্লাহ বেড়া উপজেলার সানিলা গ্রামের আফসার মাস্টারের ছেলে।

বেড়া থানা পুলিশের ওসি শাহিদ মাহামুদ খান জানান, বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তী মোতাবেক তাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার জোড়দা এলাকায় পৌঁছালে আগে থেকে সেখানে ওৎপেতে থাকা মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ওয়ালীউল্লাহ পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। এক পর্যায়ে অন্য মাদক বিক্রেতারা পালিয়ে যায়।

পরে ওয়ালীউল্লাহকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি শুটারগান, একটি ম্যাগজিন, গুলি ও বেশ কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে যুদ্ধাপরাধ অভিযোগ জাতিসংঘের
পরবর্তী নিবন্ধচীনের কাছ থেকে অনেক কিছু শেখার আছে: প্রধানমন্ত্রী