পাবনা প্রতিনিধি : পাবনার রূপপুরে রাশিয়ার দুই নাগরিকের মৃত্যু হয়েছে। তারা নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করতেন।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।
শুক্রবার মধ্যরাতে রূপপুরে বিদেশিদের জন্য নির্মিত ‘গ্রিন সিটি’ আবাসিক প্রকল্পের বহুতল ভবনে তাদের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, একজন মদ্যপ অবস্থায় সিঁড়ি থেকে পড়ে মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অপরজনের মৃত্যু হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রুশ সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চুকিন পাভেলের (৪৮) ‘হার্ট অ্যাটাক’ হয়। দ্রুত তাকে ঈশ্বরদী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে রাত ২টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আরেকটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান এসএমইউ-১ এর ইন্সটলার তলমাসেফ ভাইয়াসেলভ (৫৯) ১৪ তলা থেকে সিঁড়ি বেয়ে নামার সময় নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। কোম্পানির নিজস্ব চিকিৎসক তাকে মৃত দেখতে পান।
চিকিৎসকের বরাত দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, ‘ধারণা করা হচ্ছে, একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং আরেকজন সিঁড়ি থেকে পড়ে মারা গেছেন। এ বিষয়ে আমরা তদন্ত করছি।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেছেন, ‘ময়নাতদন্ত শেষে লাশ দুটি দূতাবাসের মাধ্যমে রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’