নিজস্ব প্রতিবেদক:
কুয়েতে কারাবন্দি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী এমপি সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) এ আবেদনের ওপর শুনানি করবে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করবেন মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে শুনানি করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।
গত ২৭ ডিসেম্বর তাদেরকে জামিন দেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুদক।
এদিকে অর্থ ও মানবপাচারের অপরাধে ৪ বছরের কারাদণ্ড পেয়ে কুয়েত কারাগারে আছেন শহিদ ইসলাম পাপুল।